সেদিন ফ্লিকারে এই ছবিটি দেয়ার সাথে সাথে ফারনার ভাই মন্তব্য করলেন প্রকৃতিপ্রেমিক ঘরের কোণের ছবি দেয় কেন। সে কারণেই আজকের পোস্টের অবতারণা।
প্রজন্ম ফোরামে নিয়মিত না লগিন করলেও আরএসএস ফীডের মাধ্যেমে ফোকাস-এ আমি নিয়মিতই খোঁজ নিয়ে যাই। তেমন ভালো কিছু না পেলে মন্তব্য করা হয়না। উৎসাহ দিতেও মন্তব্য করা উচিত, সেটা বুঝি, কিন্তু সময় নিয়ে টানাপোড়েন যাচ্ছে।
আমার শহরের প্রকৃতি বলতে গেলে মেঘে ঢেকে আছে। মাঝে মাঝে হঠাৎ দুয়েক ঘন্টার জন্য সূর্য উঁকি দেয়। তার ফাঁকে মন হালকা করা হয় হয়তো, কিন্তু ছবি তোলার সুযোগ থাকেনা। ইউনিভার্সিটি থেকে তো হুট করে ছবি তুলতে বের হওয়া যায়না। ছবি তুলতে প্রস্ততি লাগে।
নীচের ছবিটি গতরাতে বন্ধুর বাসায় গিয়ে তোলা। ডান দিকে একটি দরজার ভেতর দিয়ে করিডোরের আলো এসে পড়েছে। ছবিটি স্বল্প আলোতে ট্রাইপড ছাড়া তোলা। লং এক্সপোজারের কারণে দেয়ালের টোনটা ছবিতে ভালোমতই ধরা পড়েছে। টোনটা দূর করার চেষ্টা করেছিলাম, সফল হইনি। ফটোশপ মনে হয় শিখতেই হবে।
র ফরম্যাট থেকে প্রসেস করে জেপেগ করে শার্পনেস এবং কালার কিছুটা এনহাঞ্চ করা হয়েছে।
The first pic is looking very nice. Loved the lighting!
ReplyDelete