উপরে মেঘের আনাগোনা, নীচে হলুদ প্রেইরী, পাশে একটি সবুজ বন। একদল খয়েরি হরিণ সেখানে জটল করেছিল। আর অস্তমিত সূর্যের রশ্মি আলোক রেখা ছড়িয়ে দিয়েছিল এখানে সেখানে। উপরে জটলা পাকানো মেঘেরা অপেক্ষা ছিলো এক ঘূর্ণির বায়ুর। মুহূর্তগুলো কখনোই হারায়না; শুধু আস্তরের উপর আস্তর পড়ে মাত্র।
ছবি: রকি মাউন্টেন ন্যাশনাল ওয়াইল্ড লাইফ রেফিউজ, কলোরাডো, আমেরিকা।
ক্যামেরা: ক্যানন ৬ডি + ৭০-২০০মিমি এফ২.৮ আইএস ইউএসএম @১০৫মিমি, আইএসও ১০০, ১/২০০, এফ/৪
No comments:
Post a Comment