ছোটবেলায় নানা বাড়িতে দেখেছিলাম কাপড়ের উপর হাতে সেলাই করা একটা শিল্পকর্ম দেয়ালে ঝুলানো ছিল। সেখানে লেখা ছিল "ফুটন্ত ফুলের মাঝে দেখরে মায়ের হাসি"। এই ছবিটা দেখে কেন যেন সেই লেখাটির কথা মনে পড়ে গেল। কী আশ্চর্য মানুষের মস্তিষ্ক--আজ থেকে প্রায় তিরিশ বছর বা তারও আগের সেই স্মৃতিটুকু এখনো সে জমা করে রেখেছে!
No comments:
Post a Comment