মে ২৩, ২০০৯
অনেকদিন পর আবার লিখছি। আজ বাইরে সহনীয় গরম ছিল। গতকালের চেয়ে আজকে কম। গতকাল বিকেলের দিকে লেমিংটন ফেরি ঘাটে গিয়েছিলাম। সনেট ভাই, খুরশীদ ভাই আর সাদেকরা গিয়েছিল। নানা পদের খাওয়া দাওয়া ভালই হয়েছে। স্যান্ডউইচ, বিরিয়ানি, স্ন্যাকস, কোক টুকিটাকি অনেক কিছু। সন্ধ্যার পরেই ফিরে আসি। ফিরতে ফিরতে অবশ্য বেশ রাত হয়েছে।
বাবুর অসুস্থতার খবর শুনে একটুও ভালো লাগছিলনা। দিনটা ঘরে বসেই কাটিয়েছি। দেখ, ভালো না লাগলে টিকিট পরিবর্তন করে এগিয়ে নিয়ে আসো। মে মাসের গরমেই তোমাদের এই অবস্থা, জুন-জুলাইতে কী হবে ভাবতেই ভয় লাগছে।
ঠিক আছে, থাকো তাহলে। পরে আবার কথা হবে।
No comments:
Post a Comment