2007/06/22

তিনটা বেলুন

কিচেনারে ভিক্টোরিয়া পার্ক থেকে মাঝে মধ্যেই হট এয়ার বেলুন ওড়ে। Sundanceballoons.com কম্পানির এই বেলুনগুলি সেসময় কিচেনারের আকাশে দেখা যায়। বিকালে তো প্রায়ই বের হওয়া হয় আর সেসময়ই দেখা যায় এগুলো।

আমার ছোট মেয়ে অহনাকে বলি ' মা দেখ তিন টা বেলুন'. আসলেই তিনটা বেলুন ওড়ে। একটা CTV একটা The Record পত্রিকা আর একটা ChymFM মিউজিক চ্যানেলএর বিজ্ঞাপনে রাঙানো তিনটা বেলুন। কিন্তু অহনা বুঝেছে বেলুন মানেই 'তিনটা বেলুন'। এখন তাই আকাশে বেলুন দেখলেই সে বলে ওঠে "ঐ যে তিনটা বেলুন"।

2 comments: