2016/08/06

কেউ যেন না পড়ে


ছোট ছিলাম ভালো ছিল। মন খারাপ হলে সেটা কাউকে বলে হালকা হওয়া যেত। বড় হয়ে সেই সুযোগটি হারিয়েছি। 

হঠাৎ কেউ যদি ভুল করে আঘাত দেয় সে কষ্টে বড় ব্যথা। বড় হয়ে যাওয়ার সমস্যা হলো এরকম সময়ে কাউকে পাশে পাওয়ার থাকেনা। তাদের উপর অভিমান করা যায়না, কাউকে বলা যায় না-- কেবল চুপ করে হজম করতে হয়। সেটা খুবই কষ্টের। এরকম সময়ে মানুষ কী করে সেটাও কাউকে বলা যায় না। কিন্তু সবাই জানে।

কবিকে দিও না দু:খ দিলে সে-ও জলে স্থলে হাওয়ায় হাওয়ায়
নীলিমায় গেঁথে দেবে দু:খের অক্ষর।

অনেকদিন কবিতা পড়া হয় না। বইগুলো বাক্স থেকে বের করতে হবে।

No comments:

Post a Comment