সেই শিমুল যখন আমার ব্লগের লিংক চায় তখন অতিথি আসার আগে পুরোনো বসতবাড়ি যেভাবে পরিস্কার পরিচ্ছ্ন্ন করে তোলা হয়-- অনেকটা সেরকমই পুরোনো এই ব্লগটাকে ঘষেমেজে একটু চকচকে শেপ দিলাম। লেখালেখির চাকচিক্য না থাকলেও দেখতে যেন চলনসই হয়, সেই প্রচেষ্টা।
তোমার সাথে কথা বলে উপলব্ধি করলাম-- সচলায়তনে সবকিছু লেখা যায়না, কিছু কিছু কথা থাকে যেগুলো শুধু নিজের ব্লগে লেখা যায়। তাই নতুন করে এই পুরোনো প্রচেষ্টা।
শিমুল তুমি দেখেছ তোমার জন্য ব্লগটার নতুন রূপ দিলাম? এর সাথে আমার একটা খুবই প্রিয় গান শোনো। রেজওয়ানা চৌধুরীর গাওয়া সকরুণ বেনু বাজায়ে কে যায়..
সকরুণ বেণু বাজায়ে কে যায় বিদেশী নায়ে,
তাহারি রাগিণী লাগিল গায়ে।
সে সুর বাহিয়া ভেসে আসে কার সুদূর বিরহবিধুর হিয়ার
অজানা বেদনা, সাগরবেলার অধীর বায়ে
বনের ছায়ে।।
তাই শুনে আজি বিজন প্রবাসে হৃদয়মাঝে
শরৎশিশিরে ভিজে ভৈরবী নীরবে বাজে।
ছবি মনে আনে আলোতে ও গীতে-- যেন জনহীন নদীপথটিতে
কে চলেছে জলে কলস ভরিতে অলস পায়ে
বনের ছায়ে।।
|
আরে বাহ!
ReplyDeleteদারুণ ডিজাইন তো...
খুবই সুন্দর লাগছে।
আর আমাকে নিয়ে এসব বলায় আমি কিন্তু খুবই লজ্জা পাচ্ছি ঃ)
এই পিসিতে সাউন্ড নেই, বাসায় গিয়ে গান শুনে আবার কমেন্টাবো।
থ্যাঙ্কু!
গানটা তো চমৎকার। এমন পরবাসে মন উদাস করে দেয়...।
ReplyDeleteআবারও ধন্যবাদ।
নতুন জামাকাপড় বেশ হয়েছে।
ReplyDelete