আজ জুন ২, ২০০৯। একমাস হলো। আরো কতদিন বাকী! মনে হচ্ছে তোমাকে সারপ্রাইজ দেয়ার জন্য হলেও চলে যাই। কিন্তু সেটা কি ঠিক হবে? হবে না। তাই অপেক্ষাই একমাত্র সম্বল।
এখানে গ্রীষ্ম আসেনা
রোদে পোড়েনা ফুল-ফল-পাখি
বৃষ্টির রিমঝিম বাজেনা;
মেকী হাসি, মেকী মন
জান্তব ক্ষুধার ভেলায়
অহরাত্রি ভাসেনা;
ছন্নছাড়া মেঘ
সবুজের ঘাঘরা পরা
কিশোরীর চঞ্চলতায় নাচেনা;
এখানে গ্রীষ্ম আসেনা।
এখানে প্রেম আসে নীরবে,
চুপিচুপি চোখের পাতায় শিশির রেখে যায়
ভোরের প্রহরে।
অহর্ণিশ স্বপ্ন দ্যাখে ঢুলুঢুলু চোখ,
ফিরোজা শাড়ি, লাল টিপ
ঠোঁটে হাসি ফিকফিক;
বাতাসের গোপন
কানাকানি, রৌদ্র বালুকার
চিকচিক;
স্বপ্নের মেঘমালা উড়ে যায়,
শাপলার ফুল পরে ঘুমপরী
সাজে না;
এখানে গ্রীষ্ম আসেনা।
জুন ২, ২০০৯
উইন্ডজর, অন্টারিও
সন্ধ্যা ৮:৩০
No comments:
Post a Comment