2007/11/10

কানাডায় উচ্চশিক্ষা: প্রায়শ জিজ্ঞাস্য প্রশ্নমালা

১. কানাডার সবচেয়ে ভাল ইউনিভার্সিটি কোনটি?
কানাডার অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই পাবলিক বিশ্ববিদ্যালয়। অর্থাৎ বাংলাদেশে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ইত্যাদি। এখানে প্রাইভেট ইউনিভার্সিটি আছে (আমি ঠিক জানিনা) তবে সেগুলো ততটা আলোচনায় আসেনা।

এখানকার ইউনিভার্সিটিগুলো পাবলিক ইউনিভার্সিটি হওয়ার কারণে কোন ইউনিভার্সিটি ভাল বা কোনটি সেরা এরকম সরকারি কোন ড়্যাংকিং নেই। এমনটি করাও হয়না। তবে বেসরকারিভাবে অনেকেই এমন ড়্যাংক করে থাকে, যেমন ম্যাকলিনস। তবে ম্যাকলিনস-এর ড়্যাংকিং নিয়ে খোদ কানাডার অনেক নামকরা ইউনিভার্সিটিই সম্প্রতি অভিযোগ তুলেছে এবং সেসব ইউনিভার্সিটি ম্যাকলিনস-এর ড়্যাংকিংএ অংশ নেয়না। ইউনিভার্সিটিগুলোর বিষয়বৈচিত্র, প্রাদেশিক অবস্থান (কোন প্রদেশে অবস্থিত), ও অন্যান্য বিচারে নিজেদের মধ্যে তুলনা করা প্রায় অসম্ভব। কোন ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিংএ ভাল করছে, আবার কোনটি হয়তো এমবিএ'র জন্য খ্যাতনামা। ইঞ্জিনিয়ারিংয়ে যেগুলো ভাল বলে পরিচিত তাদের মধ্যে কোনটি হয়তো আন্ডারগ্র্যাডের জন্য ভাল (নামকরা) আবার কোনটি গ্র্যাড লেভেলের জন্য ভাল।

No comments:

Post a Comment