2007/06/11

বাংলাদেশ-কানাডা ব্লগ: কেন?

কানাডায় আছি অনেক দিন হল। চার বছরের বেশী। চার বছর কারো কারো জন্য তেমন লম্বা সময় নয়। মনে পড়ে কানাডায় আসার দ্বিতীয় দিনে বাসে উঠেছি কোথায় যাবার জন্য। ড্রাইভার সম্ভবত ভারতীয়। আমাদের দেখেই বললেন আমরা ইন্ডিয়ান কিনা। আমার সাথে ইন্ডিয়ান বন্ধু মল্লিক এবং নেপালী বন্ধূ বিনোদ। বললাম আজ কানাডায় আমাদের দ্বিতীয় দিন। ওনাকে জিজ্ঞেস করলাম 'আপনি কত দিন?' বললেন ' আমি যখন কানাডায় এসেছি তখন তোমাদের জন্মই হযনি'।

তাই বলছিলাম চার বছর তেমন বড় একটা সময় নয়। তবে ঘটনাবহুল জীবনে চার বছর খুব একটা ছোট সময়ও নয়। বিশেষ করে একটি নতুন সংস্কৃতি, তার মানুষ, সামগ্রিক পরিস্থিতি ভাল ভাবে জানতে চার বছর হয়তো খুবই অল্প সময়। তবুও ছোটখাট মিলিয়ে অভিজ্ঞতা কমও নয়।

এই ব্লগে আমার কানাডায় থাকার অভিজ্ঞতা, এখানের পড়াশুনা, মানুষ, ব্যবসা, পরিবেশ, সরকার, ট্যাক্স ইত্যাদি বিষয়ে ছোট ছোট বলার মত অভিজ্ঞতা অর্জিত হয়েছে। সেই ছোট ছোট অভিজ্ঞতাগুলি লিখে রাখতে বড়ই মন চাইছে। আর সেকারণেই এই প্রয়াস।

No comments:

Post a Comment