পাখির ছবি তুলতে সবচেয়ে বেশী লাগে ধৈর্য। আর যে পাখির ছবি তুলবেন তার চালচলন (মুভমেন্ট) একটু স্টাডি করতে হবে। কিছু কিছু পাখি আছে যারা দেখবেন ঘুরে ফিরে একই জায়গায় এসে খাবার খাচ্ছে। পার্কে বা পাখির খাবার ছিটানো আছে এমন জায়গায় এটা বেশী হয়। সেক্ষেত্রে পর্যবেক্ষণ করা সহজ হয়। তারপর ক্যামেরা চালনা করার দক্ষতার বিষয়টাতো রয়েছেই। চলমান বস্তুর ছবি তোলার জন্য এআই সার্ভো মোড ভালো, কিন্তু পাখির ছবি আমি এই মোডে তুলিনা। ফিক্সড মোডেই তুলি। প্রায় সব সময়ই হাই-স্পীড মাল্টি এক্সপোজার মোড ব্যবহার করি। ফিল্ডে গেলে ওটাই ডিফল্ট করে রাখি। ক্যাননের ৪০ডি তে হাইস্পীডে প্রতি সেকেন্ডে ৬ ফ্রেম তোলা যায়।
2010/04/03
রোমশ কাঠঠোকরা বা ফেঁশো কাঠঠোকরা'র ছবি
ইংরেজীতে বলে Downy woodpecker. এর বাংলা করলে দাঁড়ায় রোমশ কাঠঠোকরা বা ফেঁশো কাঠঠোকরা। পাখির ছবি তোলা খুবই কঠিন। চেষ্টা করছি কিভাবে পাখির ছবি তোলা যায় সেটা বুঝতে। গতকালের তোলা ছবি। এটি পুরুষ। মেয়েদের মাথার উপর লাল অংশটুকু থাকেনা। পশু/পাখিদের মধ্যে পুরুষরাই রঙিন বা বেশী আকর্ষণীয়।

পাখির ছবি তুলতে সবচেয়ে বেশী লাগে ধৈর্য। আর যে পাখির ছবি তুলবেন তার চালচলন (মুভমেন্ট) একটু স্টাডি করতে হবে। কিছু কিছু পাখি আছে যারা দেখবেন ঘুরে ফিরে একই জায়গায় এসে খাবার খাচ্ছে। পার্কে বা পাখির খাবার ছিটানো আছে এমন জায়গায় এটা বেশী হয়। সেক্ষেত্রে পর্যবেক্ষণ করা সহজ হয়। তারপর ক্যামেরা চালনা করার দক্ষতার বিষয়টাতো রয়েছেই। চলমান বস্তুর ছবি তোলার জন্য এআই সার্ভো মোড ভালো, কিন্তু পাখির ছবি আমি এই মোডে তুলিনা। ফিক্সড মোডেই তুলি। প্রায় সব সময়ই হাই-স্পীড মাল্টি এক্সপোজার মোড ব্যবহার করি। ফিল্ডে গেলে ওটাই ডিফল্ট করে রাখি। ক্যাননের ৪০ডি তে হাইস্পীডে প্রতি সেকেন্ডে ৬ ফ্রেম তোলা যায়।
পাখির ছবি তুলতে সবচেয়ে বেশী লাগে ধৈর্য। আর যে পাখির ছবি তুলবেন তার চালচলন (মুভমেন্ট) একটু স্টাডি করতে হবে। কিছু কিছু পাখি আছে যারা দেখবেন ঘুরে ফিরে একই জায়গায় এসে খাবার খাচ্ছে। পার্কে বা পাখির খাবার ছিটানো আছে এমন জায়গায় এটা বেশী হয়। সেক্ষেত্রে পর্যবেক্ষণ করা সহজ হয়। তারপর ক্যামেরা চালনা করার দক্ষতার বিষয়টাতো রয়েছেই। চলমান বস্তুর ছবি তোলার জন্য এআই সার্ভো মোড ভালো, কিন্তু পাখির ছবি আমি এই মোডে তুলিনা। ফিক্সড মোডেই তুলি। প্রায় সব সময়ই হাই-স্পীড মাল্টি এক্সপোজার মোড ব্যবহার করি। ফিল্ডে গেলে ওটাই ডিফল্ট করে রাখি। ক্যাননের ৪০ডি তে হাইস্পীডে প্রতি সেকেন্ডে ৬ ফ্রেম তোলা যায়।
Subscribe to:
Post Comments (Atom)
পাখিটা কি খাঁচায় ছিল? নাকি খাঁচার সামনে pose দিয়েছে? এরা কি usually public place এ থাকে নাকি কোনো বন থেকে তোলা?
ReplyDeleteপাখিটা খাঁচার বাইরে ছিলো। তুলেছি কাছের একটা ন্যাচার পার্ক থেকে। ওখানে পাখি দেখার জন্য একটা শেড আছে। মানুষ যায়, পাখি দেখে, ছবি তোলে, তাই এরাও মানুষকে আর ততটা ভয় পায়না। তাই খুব কাছে চলে আসে নির্ভয়ে। এই ছবি তোলার সময় পাখিটা আমার থেকে ১০/১২ ফুট দূরে ছিলো। ১৩৫মিমি লেন্স দিয়ে এরচে দূরের পাখির ছবি তোলা কোনভাবেই সম্ভব হতোনা।
ReplyDeleteএখানকার ন্যাচার পার্ক অনেকটা বনের মতোই।