2009/08/07

Riverside Drive, Windsor, Ontario, Canada (1)

অনেকদিন ধরেই কিছু লেখা হচ্ছেনা। সামার এসে গেছে, প্রকৃতির সৌন্দর্য সব উধাও। ক্যামেরার ব্যবহার তাই কমে গ্যাছে। এরই মধ্যে মেয়েকে নিয়ে মাঝে মাঝে রিভারসাইডে যাই, ঘুড়ি ওড়াই, ও বাইসাইকেল চালানো শেখে। ক্যামেরা সাধারণত নেইনা। গতকাল বের হওয়ার আগে হিমুর সাথে চ্যাট করছিলাম। ও বলল ক্যামেরা সাথে নিয়ে যান। সেজন্যই নেয়া। আর এই ছবিগুলো বাড়তি পাওয়া।

_MG_3861
অঙ্গুরীঠুঁটো (Ring-billed Gull) মাথার উপর উড়ছে খাবারের খোঁজে।

_MG_3864
মাসক্রাট (Muskrat) Ondatra zibethicus, অনেকটা বিভারের মতো একটা প্রাণী। পানির ধারে থাকে। বিভার হলো উদবিড়ালের মত একটা প্রাণী। মজার ব্যাপার হলো প্রাণীটি Ondatra গণের (Genus) একমাত্র প্রাণী!

_MG_3856
কমন ইয়ারো Common Yarrow (Achillea millefolium)

_MG_3845
রিভারসাইডের একটা এপার্টমেন্টের ছবি। অনেক পোস্ট প্রসেস করা হয়েছে। নাটকীয় রং দেয়া হয়েছে যা বাস্তবের কাছাকাছি নয়।

_MG_3884
সন্ধ্যা নেমে এলো।

_MG_3889
এমন সময় একটা বৃটিশ পতাকাবাহী নৌকা এগিয়ে এলো। বড় ছবি এখানে।


_MG_3852

পাশের পাথর কেটে বানানো মানুষের স্কাল্পচারটার বিশেষত্ব হলো উইন্ডজর বলতেই এটির ব্যবহার। এমনকি অন্টারিও ট্রাভেলস-এর উপর সরকারী পত্রিকাগুলোতেও এর ব্যবহার দেখা যায়। কিন্তু এর অবস্থান এমন একটা জায়গায় যেখানে বিকালে ছবি তোলা একটু কঠিন। সকালে আবার সময় হয়না। বিকালে সূর্য দিগন্তে চলে যায়, আলো পড়ে অবজেক্টের পেছনে। উপরের ছবিতে সূর্যটা আড়াল করেছি স্ট্রাকচারের অন্যপাশে।

4 comments:

  1. Too good pictures. Amazing. Seemed to me like some pictures on a postcard.

    I get perplexed seeing the tricks of photography. How to learn them? Any professional course or bookish knowledge with a bit of mobile photography will serve the purpose???

    ReplyDelete
  2. @ Mind Writer!

    Thanks for the complements. There is, however, no trick in photography. The only thing you need, like for other arts, is dedication and thinking and love for what you are doing.

    Of course, mobile camera is not sufficient for quality photography, but now-a-days mobile-phone cameras are of really good quality and they can be used as a tool to practice photography, e.g, composition, frame selection, angle selection etc...

    Just keep trying and if you love doing art with light, then go for a good DSLR.

    ReplyDelete
  3. DSLR! Surely whenever I'd have enough earnings! :D

    ReplyDelete
  4. সর্বনাশ! ফটোগ্রাফারের হাত তো সোনা দিয়ে বাঁধাই করে রাখতে হয় :D

    ReplyDelete