৩১শে ডিসেম্বর ২০০৯। সন্ধ্যা সাড়ে পাঁচটায় রোজ সিটি ইসলামিক সেন্টারে অনুষ্ঠান শুরু হওয়ার কথা। আমি ঠিক সাড়ে পাঁচটায় যাওয়ার পক্ষপাতি হলেও পরিবার রাজী নয়। আগের অভিজ্ঞতা থেকে বউ শিখেছে আগে গিয়ে কোন লাভ নেই, সবাই দেরী করেই আসে। মনে খচখচানি হলো। কিন্তু মেনে নিলাম, যুক্তি অকাট্য। এবার তাই এক ঘন্টা দেরীতে গিয়ে শুধু কোরাসটা মিস করেছি। খুব একটা লস হয়নি।
এবারের অনুষ্ঠান ছিল ওয়েল অর্গানাইজড। বিশেষ করে খাওয়া পর্ব নিয়ে এর আগের দুইবার যা দেখেছি তাতে মনে হয়েছিল যেন সত্যিকার বাংলাদেশে আছি। এবারে তার ব্যত্যয় ঘটেছে। ১০-১৫ জন ভলান্টিয়ার নিজেরা অক্লান্ত পরিশ্রম করে, খাবার সবার হাতে হাতে জায়গামত পৌঁছে দিয়ে অত্যন্ত সুশৃংখল ভাবে সে পর্ব শেষ করেছেন। তাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি। যার মাথা থেকে এই বুদ্ধিটা এসেছে তাকেও ধন্যবাদ।
এবারের সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। কিন্তু শুনতে খারাপ লাগলেও বলতে হচ্ছে একেকজনের ৪/৫টি করে আইটেমে অংশগ্রহণ একদম ভালো লাগেনি। মান সম্পন্ন হলে একটা কথা ছিল, কেউ কেউ এমন গান গাইলেন যেন স্টেজে উঠেই প্রথম গাইছেন, রিহ্যারস্যাল করেছেন বলে মনে হয়নি। এমনকি সিনিয়র এক ভাইয়ের গানেও একই অবস্থা।
বাচ্চাদের অনুষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য ছিল পিয়ানো বাজানো, নাচ এবং শেষের দিকে করা আধুনিক ড্যান্স। খুবই ভালো লেগেছে। বড়দের মধ্যে সৈকত ভাইয়ের গান এবং টরন্টো থেকে আগত ভাবীর গান ভালো লেগেছে। নূর ভাই যে গান লেখেন এবং সুর দেন সেটা সৈকত ভাইয়ের কারণে জানা হলো।
যে ভাই সুকান্তের কবিতা আবৃত্তি করলেন তিনি মনে হয় এই কবিতা আগেরবারও আবৃত্তি করেছিলেন। নতুন কিছু করলেই বেশী ভালো হতো, আফটার অল আমরা আমরাই তো, রিপিটেশন কেমন যেন লাগে।
বিদ্রোহী কবিতার আবৃত্তি অসাধারণ লেগেছে। সেজন্য জাহান ভাইকে ধন্যবাদ।
এবারে ছবি তুলে সুবিধা করতে পারিনি। অনুষ্ঠানের দৈর্ঘ্য এর একটা কারণ হতে পারে। ৬ ঘন্টার প্রোগ্রাম ছোট করে ২ বা আড়াই ঘন্টার মধ্যে শেষ করলেই মনে রাখার মতো একটা কিছু হতো। বেশী ভালো করতে গিয়ে একই ধরনের পারফরমেন্স অনেক সময় বিরক্তিকর লেগেছে।
যাই হোক এই পোস্ট দিয়ে আপনাদের বিরক্ত করলাম বলে দু:খিত। নিজের জন্যই ভাবনাগুলো লিখে রাখলাম। সত্য প্রকাশে আমার একটু কমই বাধে। মন্তব্য করতে চাইলে স্বাগতম।
নিন এবার কিছু ছবি দেখুন।
নানা ও নাতির কাণ্ডকারখানা।
আমার বিচারে সেরা পারফরমেন্স।
ছবির স্লাইড শো
ছবি ডাউনলোড
ছবি ডাউনলোড করার জন্য http://www.flickr.com/photos/nishorga/sets/72157623114422418/ যান। তারপর কোন ছবি ডাউনলোড করতে চাইলে সেই ছবির উপর All sizes নামে একটা আইকনে ক্লিক করতে হবে। তাহলে বড় ছবি দেখা যাবে। সেটাকে মাউসের ডান বাটনে ক্লিক করে সেভ করতে হবে।
thanks for your comments enayet bhai.. firstable wonderful work with your machine once again..i wish oneday i can arrange a whole show and fulfil your dreams as well as many others too!
ReplyDeletebtw, i will definitely get back to your blog for that night shot picture of niagara falls.
keep up your good work !!
Great Post Enayet bhai. The pictures you took came out really nice and I am sure it would please our community even more if you could put them in our bdwindsor.org website. Also, I agree whole heartedly with your remarks about the great job that the volunteers did. Their efforts to minute details made the program successful. From cooking to distribution and to even quenching the thirst of the performers was under their full control. If my memory serves me right, the idea of distributing food to the audience was mentioned by Bappee bhai in our E.C. meeting and it gathered instant support amongst the other volunteers.
ReplyDeleteWith regards to our youngsters' performance, I always felt that living 12 thousand kilometres away from Bangladesh, we have to rethink our priorities. We must put participation before quality; Encouragement before judgement.
Our youngsters do not see much of Bangladeshi Cultural activity. They don't have a real point of reference that they can hook themselves up. We try to encourage them so that even if it is in a very little scale, their attachment to this sort of activity would turn themselves into the beholders of Bangladeshi cultural elements and hopefully someday infuse these elements with the global culture. That is why we allowed multiple items so that they can find out which ones they are good at and which ones they really are interested in. Because of this practice our youngsters have improved their performance tremendously in the areas that they eventually focused upon. So we only ask the indulgence from our respected audience who are of such refined taste.
Our youngsters' will deliver someday, till then all we can offer is our patience.
Thank you,
Chandon
বর্ণনা আর ছবি দু'টোই ভালো হয়েছে। এমন অনুষ্ঠানের ছবি দেখলেই আফসোস হয়। কারণ যাবার সৌভাগ্য খুব একটা হয় না।
ReplyDeleteআয়োজকদেরকেও শুভেচ্ছা।
@Shoikot bhai
ReplyDeleteThanks for your comments. Its always my pleasure to take photos of our events. I love it. I will send you photos of Niagara Falls, just tell me which one do you want.
@Chandon bhai
I agree with your opinion regarding multiple performance. Was there anybody as a guide to tell them where they're performing well? That would have been great! Also I missed you from the very start of the program.
@Aumit
Sorry Aumit, I thought, for a Torontonian, our program will be like "mamar kase nana barir golpo". If I knew your situation, then I would have invited you. But it was really looong, from 6pm till 12:40am.