নিভৃতে বিদায়ের কালে
তুমি জানতেও পারোনি
কখন সময় শেষ হয়ে গিয়েছিলো।
হয়তো এমনটিই হওয়ার কথা ছিল।
চলে গেলে পরে ভুলে যেও না
একদিন ভালোবেসেছিলাম অনেক--
যদিও সেভাবে বলা হয়নি কখনো।
উল্টো অকারণে কষ্ট দিয়েছি অনেকবার।
রেখে যাওয়া স্মৃতিগুলো যত্ন করে
রেখে দিও মনের মুকুরে--
যেমন করে প্রিয় জিনিসের
প্যাকেট গুলো আমরা গুছিয়ে রাখতাম
কখনো কাজে লাগবে বলে।
প্রিয় কলমের কালি শুকিয়ে মরে গেলেও
যত্ন করে তুলে রাখা রাইটিং প্যাডে কখনো লেখা হয়নি--
যা কিছু বলার ছিল।
অব্যক্ত রয়ে গেলো সব।
কেননা এমনটিই হওয়ার কথা ছিল।
এপ্রিল ২০, ২০১৮
তুমি জানতেও পারোনি
কখন সময় শেষ হয়ে গিয়েছিলো।
হয়তো এমনটিই হওয়ার কথা ছিল।
চলে গেলে পরে ভুলে যেও না
একদিন ভালোবেসেছিলাম অনেক--
যদিও সেভাবে বলা হয়নি কখনো।
উল্টো অকারণে কষ্ট দিয়েছি অনেকবার।
রেখে যাওয়া স্মৃতিগুলো যত্ন করে
রেখে দিও মনের মুকুরে--
যেমন করে প্রিয় জিনিসের
প্যাকেট গুলো আমরা গুছিয়ে রাখতাম
কখনো কাজে লাগবে বলে।
প্রিয় কলমের কালি শুকিয়ে মরে গেলেও
যত্ন করে তুলে রাখা রাইটিং প্যাডে কখনো লেখা হয়নি--
যা কিছু বলার ছিল।
অব্যক্ত রয়ে গেলো সব।
কেননা এমনটিই হওয়ার কথা ছিল।
এপ্রিল ২০, ২০১৮