2018/04/20

নিভৃতে বিদায়ের কালে

নিভৃতে বিদায়ের কালে
তুমি জানতেও পারোনি
কখন সময় শেষ হয়ে গিয়েছিলো।
হয়তো এমনটিই হওয়ার কথা ছিল।
চলে গেলে পরে ভুলে যেও না
একদিন ভালোবেসেছিলাম অনেক--
যদিও সেভাবে বলা হয়নি কখনো।
উল্টো অকারণে কষ্ট দিয়েছি অনেকবার।
রেখে যাওয়া স্মৃতিগুলো যত্ন করে
রেখে দিও মনের মুকুরে--
যেমন করে প্রিয় জিনিসের
প্যাকেট গুলো আমরা গুছিয়ে রাখতাম
কখনো কাজে লাগবে বলে।
প্রিয় কলমের কালি শুকিয়ে মরে গেলেও
যত্ন করে তুলে রাখা রাইটিং প্যাডে কখনো লেখা হয়নি--
যা কিছু বলার ছিল।
অব্যক্ত রয়ে গেলো সব।
কেননা এমনটিই হওয়ার কথা ছিল।
এপ্রিল ২০, ২০১৮

2017/01/04

অনেক কিছু করার আছে অথচ সময় অনেক কম

একটা পর্যায়ে এসে মনে হচ্ছে আমার, আমাদের, অনেক কিছু করার আছে--করার সুযোগ আছে। কিন্তু কিভাবে শুরু করা যায় সেটা গুছিয়ে নিতে সময় লাগে। কোনকিছুর অর্গানাইজেশন খুব গুরুত্বপূর্ণ। কারণ, ঠিক মতো অর্গানাইজ করা না গেলে যে কোন উদ্যোগ ব্যর্থ হয়ে যেতে পারে।

আসলে সিরিয়াস কিছু করার জন্য প্রধম ধাপটি ফেলা অনেক কঠিন। এক সময় এমন মনে হতো না; এখন হয়। এটা কি বয়সের সাথে সাথে এসেছে নাকি অল্প বয়সে এত ভেবে চিন্তে কিছু করিনি -- সেজন্য হচ্ছে?

এর চেয়ে ফেইসবুকে চট করে একটা স্ট্যাটাস লেখা সহজ। স্ট্যটাসে দিন শেষে শ খানেক লাইক পাওয়া যায় হয়তো, কিন্তু দীর্ঘ-মেয়াদে এই বিনিয়োগের ফল উঠে আসে না। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন একসময় ইনস্ট্যান্ট রিগ্রেট-এর মতো মনে হবে।

আপনি কি ভাবছেন কিভাবে কল্যাণের জন্য কাজ করা যায়?

2017/01/03

ফলিত পরিসংখ্যান ও ডেটা সায়েন্স এর বই

এ বছর দু:সাহসিক এক প্রজেক্ট হাতে নিয়েছি। পরিসংখ্যানের প্রাথমিক পর্যায়ের বই লিখব। দু:সাহসিক একারণে বলছি যে শিক্ষাবিদগণ বহু বছর ধরে অর্জিত অভিজ্ঞতাকে বইয়ের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেন। সেদিক থেকে আমার অভিজ্ঞতা খুব বেশী না হলেও মোটামুটি দেড় দশক। আমি মনে করি মৌলিক কিছু দেয়ার মতো জিনিস কিছুটা হলেও সঞ্চয় করেছি। এ ব্যাপারে আমি কনফিডেন্ট।

নিজে কখনোই বাংলায় পরিসংখ্যানের বই না পড়লেও শিক্ষক ডট কমে পরিসংখ্যান পড়িয়ে নানা সময়ে শিক্ষার্থীদের সাথে কথোপকথনের মাধ্যমে বুঝেছি মাতৃভাষায় জ্ঞান চর্চার প্রয়োজনীয়তা রয়েছে। আর তাছাড়া সবাই পরিসংখ্যান পড়ে তো পরিসংখ্যানের গবেষণা করবে না। বরং পরিসংখ্যানের ব্যবহারকারির সংখ্যাই বেশী হবে। আসছে দিনগুলোতে পরিসংখ্যান জানা আরো বেশী করে প্রয়োজন হবে।

অধিকাংশ শিক্ষার্থীদের জন্য যেটি বেশী প্রয়োজন সেটি হলো পরিসংখ্যানকে বাস্তবের সাথে মিলিয়ে বুঝতে শেখা। সে লক্ষ্যে আমি স্থির করেছি বইটি বাংলায় লিখবো।

এ নিয়ে কয়দিন আগে একটি জরিপে অংশ নিতে আহবান জানিয়েছিলাম পরিসংখ্যান পাঠশালা ফেইসবুক পাতায়। সেখানে ৩ হাজারের উপর ফলোয়ার আছে। সেখান থেকে কিছু মজার পরিসংখ্যান দিচ্ছি।

আমার ওই আহবানটি
১,৫০০+ জন দেখেছে
৭৭ জন লাইক দিয়েছে
আর জরিপে অংশ নিয়েছে মাত্র ৩৮ জন।

এমনটি কেন হল সেটি নিয়ে ভাববার সুযোগ আছে। মজার কথা হলো এসব নিয়ে যারা ভাবছেন বা যাদের কাছে এই প্রশ্নগুলো চিন্তার উদ্রেক করে, তাদের জন্য পরিসংখ্যান পাঠ জরুরি।