2017/01/04

অনেক কিছু করার আছে অথচ সময় অনেক কম

একটা পর্যায়ে এসে মনে হচ্ছে আমার, আমাদের, অনেক কিছু করার আছে--করার সুযোগ আছে। কিন্তু কিভাবে শুরু করা যায় সেটা গুছিয়ে নিতে সময় লাগে। কোনকিছুর অর্গানাইজেশন খুব গুরুত্বপূর্ণ। কারণ, ঠিক মতো অর্গানাইজ করা না গেলে যে কোন উদ্যোগ ব্যর্থ হয়ে যেতে পারে।

আসলে সিরিয়াস কিছু করার জন্য প্রধম ধাপটি ফেলা অনেক কঠিন। এক সময় এমন মনে হতো না; এখন হয়। এটা কি বয়সের সাথে সাথে এসেছে নাকি অল্প বয়সে এত ভেবে চিন্তে কিছু করিনি -- সেজন্য হচ্ছে?

এর চেয়ে ফেইসবুকে চট করে একটা স্ট্যাটাস লেখা সহজ। স্ট্যটাসে দিন শেষে শ খানেক লাইক পাওয়া যায় হয়তো, কিন্তু দীর্ঘ-মেয়াদে এই বিনিয়োগের ফল উঠে আসে না। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন একসময় ইনস্ট্যান্ট রিগ্রেট-এর মতো মনে হবে।

আপনি কি ভাবছেন কিভাবে কল্যাণের জন্য কাজ করা যায়?

No comments:

Post a Comment