2018/04/20

নিভৃতে বিদায়ের কালে

নিভৃতে বিদায়ের কালে
তুমি জানতেও পারোনি
কখন সময় শেষ হয়ে গিয়েছিলো।
হয়তো এমনটিই হওয়ার কথা ছিল।
চলে গেলে পরে ভুলে যেও না
একদিন ভালোবেসেছিলাম অনেক--
যদিও সেভাবে বলা হয়নি কখনো।
উল্টো অকারণে কষ্ট দিয়েছি অনেকবার।
রেখে যাওয়া স্মৃতিগুলো যত্ন করে
রেখে দিও মনের মুকুরে--
যেমন করে প্রিয় জিনিসের
প্যাকেট গুলো আমরা গুছিয়ে রাখতাম
কখনো কাজে লাগবে বলে।
প্রিয় কলমের কালি শুকিয়ে মরে গেলেও
যত্ন করে তুলে রাখা রাইটিং প্যাডে কখনো লেখা হয়নি--
যা কিছু বলার ছিল।
অব্যক্ত রয়ে গেলো সব।
কেননা এমনটিই হওয়ার কথা ছিল।
এপ্রিল ২০, ২০১৮

No comments:

Post a Comment